বন্ধ হলো চাঁপাইনবাবগঞ্জের শিবিরের হাট
করোনা সংক্রমণ রোধে সরকারি নিদের্শনায় জনসমাগম বন্ধ রয়েছে। বিশেষ করে জনসমাগম এড়াতে জেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে সদর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট বসার চেষ্টাকালে তা বন্ধ করে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, শুক্রবার শিবিরের হাট বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ মুহূর্তে কোনো শিথিলতার সুযোগ নেই, তাই জনসমাগম এড়াতে সাপ্তাহিক হাট বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাপ্তাহিক কোনো হাট বসবে না।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাপ্তাহিক বটতলা হাটে কিছু ব্যবসায়ী পসরা সাজিয়ে ব্যবসার করার সময় সেখানে অভিযান চালিয়ে হাটটি বন্ধ করে দেয়া হয়। একই কারণে বন্ধ করে দেয়া হয়েছে জেলার অন্য উপজেলার সাপ্তাহিক হাটগুলো। তবে নিয়ন্ত্রণে এখনও আসেনি গ্রামগঞ্জে সাধারণ মানুষের অবাধ চলাচল।