টাঙ্গাইলে বাল্যবিয়ের দায়ে কারাদণ্ড-জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী

ছবি প্রতীকী

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ে দেয়ার দায়ে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ৩ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

আসমাউল হুসনা লিজা জানান, সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের আবদুস সাত্তারের দশম শ্রেণি পড়ুয়া ছেলে নাসির উদ্দিনের সঙ্গে একই গ্রামের জামাল তালুকদারের দশম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে দেয়া হয়। স্ট্যাম্পের মাধ্যমে এ বিয়ে হয়। এ কারণে স্ট্যাম্প লেখক রুবেল মণ্ডলকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া বিয়ে পড়ানোর অপরাধে কাজী আবুল কালাম ও বর-কনের মাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বর-কনেকে গাজীপুর কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন