দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে জনসমাগম ও গণ পরিবহন বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। তবে জরুরী ভিত্তেতে রোগীবহনকৃত অ্যাম্বুলেন্স পার করানোর জন্য দুই ঘাটে দুটি ফেরি রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

রোববার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে সীমিত আকারে চলাচল করা ফেরিগুলোও বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এদিকে হঠাৎ করে সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে পড়েছে ছোট গাড়ির চালকরা। সকালে ঘাট এলাকাতে এসে ফেরি না চলায় তারা সড়কের পাশেই অবস্থান করছেন।

ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বার্তা২৪.কমকে বলেন, এই নৌরুটে গত কয়েক দিন ধরে সীমিত আকারে ৪-৫টি ফেরি চলাচল করছিল। কিন্তু শনিবারে (৪ এপ্রিল) ঘাটে চরম জনসমাগম ঘটায় রোববার সকাল ৬টা থেকে সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন