কমে এসেছে সঙ্গরোধে থাকা প্রবাসীদের সংখ্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশের বাইরের থেকে ফেরার পর ১৪ দিন সঙ্গরোধে থাকার সময় শেষ হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় কমে এসেছে সঙ্গরোধে থাকা প্রবাসীদের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইনে) পাঠানো হয়নি।

রোববার (৫ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় মোট ৩ হাজার ৬শ ১২ জন প্রবাসীকে সঙ্গরোধে পাঠানো হয়েছিল। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭৫ জন ছাড়পত্র নিয়েছেন। সর্বমোট ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৫'শ ৫৩ জন প্রবাসী। বর্তমানে সঙ্গরোধে রয়েছেন ৫৯ জন। আইসোলেশনে কেউই নেই এবং জেলায় কোনো করোনা আক্রান্ত রোগীও নেই।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, নতুন করে আর কাউকে সঙ্গরোধে পাঠানো হয়নি। প্রবাসীদের আগমন না থাকায় সঙ্গরোধের সংখ্যা কমে আসছে। এছাড়া জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী নেই। বর্তমানে আমাদের জেলায় মোট ৫৯ জন সঙ্গরোধে রয়েছেন।

বিজ্ঞাপন