বগুড়ায় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

নিম্ন আয়ের মানুষদের জন্য বগুড়ায় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

নিম্ন আয়ের মানুষদের জন্য বগুড়ায় খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

বগুড়ায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের জন্য ১০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু করেছে খাদ্য বিভাগ। এতে বাজারে চালের দাম কমবে বলে আশা করছেন খাদ্য কর্মকর্তারা।

রোববার (৫ এপ্রিল) থেকে বগুড়া জেলা সদরের ১২টি পয়েন্টে খোলাবাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করা হয়।

বিজ্ঞাপন

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা সদরের ১২টি স্থানে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার চাল এবং সপ্তাহে শুক্রবার বাদে সবদিন আটা বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একজন গ্রাহক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৩ কেজি আটা কিনতে পারবেন।

খাদ্য বিভাগের নিয়োগকৃত ১২ জন ডিলার দিনে এক টন চাল ও ৫০০ কেজি আটা বিক্রি করবেন।

বিজ্ঞাপন

বগুড়া জেলা সদরের সুলতানগঞ্জপাড়া, সাবগ্রাম রেলগেইট, বনানী বাজার, সুবিল মসজিদ মার্কেট, সুত্রাপুর ও গোদারপাড়া, নিশিন্দারা ঝোপগাড়ী, মানিকচক বাজার, রহমান নগর, সেউজগাড়ী কারমাইকেল রোড ও কালিতলা বাজারে ডিলারদের নির্দিষ্ট ঘর থেকে খোলা বাজারে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক বার্তা২৪.কমকে জানান, খোলা বাজারে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলা সদরেও এই কার্যক্রম শুরু হবে।