পটুয়াখালীতে ২০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট চালু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট, ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট, ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরের অদূরে কোডেক প্রশিক্ষণ কেন্দ্রকে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধ (কোয়ারেন্টাইন) ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী শহরের অদূরে কালিকাপুর ইউনিয়নের বসাক বাজার এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান কোডেকের রেস্ট হাউজকে ২০ শয্যার প্রাতিষ্ঠানিক সঙ্গরোধ ইউনিট হিসেবে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক জানান, কোনো পরিবারের কারও করোনাভাইরাস শনাক্ত হলে তাদের পরিবারের অন্য সদস্যদের এই প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে রাখা হবে। সঙ্গরোধে অবস্থান করা ব্যক্তিদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক সঙ্গরোধ চালুর সময় সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিনসহ কোডেকের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন