বেতনের টাকা দিয়ে দুঃস্থদের খাদ্য সামগ্রী দিল সাটুরিয়া থানা পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নিজেদের বেতনের টাকার একটি অংশ একত্রিত করে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিল সাটুরিয়া থানা পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দুপুরে থানা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, লবন, সাবান ও মাস্ক তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, ওসি তদন্ত মো. আবুল কালামসহ অনেকেই।

সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, থানা চত্বরে আগত শতাধিক দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পরে কর্মহীন আরও মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।