কবিতার ঘরে ছবি
চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেলের যে ছবিগুলো আমার গোচরে এসেছে প্রত্যেকটি ভিন্ন মাত্রার রূপকে সুন্দর। আমি প্রথমপর্বে চারটি ছবিকে বেছে নিয়েছিলাম এই পর্বে দুটি। কেন বেছেছি তা একাধারে খুব সহজ অন্যধারে একটু জটিল তা আগেও বলেছি! লেখনীর ও ছবির যে ভাষ্যকে ব্যক্তিবোধে পছন্দ করি তা একই অঙ্গে বহু রূপের...
ফলত বলা যায় এই মোট ছয়টি ছবি থেকে এত এত মাত্রায় ভাব এসেছিল যে তা আকর্ষণের কারণ হয়ে গেল। আসলে কবিতাও তো তাই, সে তো মুক্ত প্রকৃতি সে যেন ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন জীবের মায়ার কারণ হয়ে বসে আছে। ছবিগুলো বিশ্লেষণী ধাপ পেরিয়ে হৃদয়ে বসে লিপি ঝরাল ফলে ভাষ্য এলো। যেমন ‘বার্থ’ ছবিটি যে কত আঙ্গিকে কত মাত্রায় এসে মনকে নাড়িয়েছে ফলে তা মিলেমিশে এক প্রহেলিকা নিজেই।
ফলে মননশীল পাঠক ও দর্শক নিজের চেতনায় এর মাত্রা খুঁজে নেবেন।
THE BIRTH
মা পাখি বাবা পাখি এই মহাসংক্রমণকালে বাচ্চা পাখি জন্ম দিল। জন্ম অবধি সে পাখি খায় আর ডাকে। কোনো এক সুখী বাড়ির খাঁচায় তারা থাকে। এমন শিশুপাখি একদিন উড়তে গিয়ে পড়ে যায় মেঝেতে। রাজ্যের লাল পিঁপড়ে এসে তার মাথা খুবলে খায়। সকালে মা বাবা এসে চিৎকার করে—সাড়া মেলে না। জন্মের আগের অন্ধকার—জন্মের মধ্যের মরীচিকা হয়ে—জন্মের শেষ অন্ধকারে ডুবে যায়। মা পাখি বাবা পাখি একদিন সব ভুলে যাবে নতুন ডিমে তা দেবে। আবার জন্ম ফিরে আসবে আদেখলার মৃত্যু দিক হয়ে ফেরার জন্য...
এই এক ভবে জন্মালি রে ভবঘুরে
তোর হাড় গেল, গেল মন, গেল মাংস ও জাত
তবু তুই মানুষ হলি
মানুষ হয়েও নকল পিরিত
হলুদ মেখে কড়াই জুড়ে নাচলি তো খুব—
তোর গুলির কথা মরার খুলি ভুলেই গেল
তবু তো মাটি ভাঙলি
আহা মানুষ নাকি, ছারপোকা তুই
গা দিয়ে তোর কুবাস আসে—
বসবাসের ঘরে বসে জোকার হলি
জোকার দিল পড়শিগণে,
তবু তোর মদের লোভ, লোভের লোভ
লোভের গুড় মরণ খায়
তবু কত বাঁচবি বলে
আবোল-তাবোল মরে রইলি কতকাল
UNTITLED DRAWING 2
রক্ত আসলে প্রেমের নদী। হৃদয় তার পোতাশ্রয়। তার গগনচুম্বী গোলাপ বাগান। গোলাপ ভর্তি কাঁটার রাগ। রাগ ভর্তি অনুরাগের দুঃখরা সব নুইয়ে আছে। গোলাপ তোমার আকাশ থেকে বৃষ্টি নামাও। প্রেমের রক্তে বন্দী করো। জরিমানার শুল্ক নিয়ে আটক করো ঘরে। ঘরে আমার রক্ত ভরা প্রেম। খুনের প্রেমে খুনির প্রেমে এ হৃদয় জুড়ে আলাপ বাজে।
আলোতে খুলেছে রক্তের দোষ
রক্তের এ হৃদমাঝারে
মানব তার গোলাপ ফোটায়
গোলাপ ফুটে মরণসুখে প্রেমের জন্য নাচে
তালের দুই আগুন পাশে
রক্ত নিয়ে বাগান বাঁচাও ছবি
এ জন্মদাগ পাপ নিয়েছে মা গো
পাপ নিয়ে তার এমন হলো
রক্তে সে হৃদয় দিল
কাঁটা ফুলে ফুলেল জন্ম
এপাশ ওপাশ সাধনা করে...