গুজবে বিভ্রান্ত হবেন না, যথাসময়েই গুচ্ছের ভর্তি পরীক্ষা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত সমন্বিত (গুচ্ছ) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ শাখার উপপরিচালক আব্দুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, গুচ্ছের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হচ্ছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি ‘পরীক্ষার তারিখ পরিবর্তন’ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট https://gstadmission.ac.bd/-এ নজর রাখার জন্য সকলকে অনুরোধ করা হলো।