'বাংলাব্লক' এর ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন হাজারও শিক্ষার্থী। এক ঘণ্টা শাহবাগে অবস্থান করার পর তারা রাজধানীসহ সারা বাংলাদেশের সকল রাস্তা অবরোধ করার ঘোষণা দেন এবং একে 'বাংলাব্লক' বলে জানান দেন শিক্ষার্থীরা। 

শনিবার (৬ জুলাই) শাহবাগ মোড়ে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা থেকে অব্দি এক ঘণ্টা অবরোধের পর আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেন। এ সময় তাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বিকেল ৩টা থেকে 'বাংলা ব্লক' কর্মসূচী পালিত হবে। শুধু শাহবাগ মোড় নয় ঢাকা শহরের সায়েন্সল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল প্রতিটি পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন। ঢাকার বাইরের শিক্ষার্থীরা তারা জেলায়-জেলায়, বিশ্ববিদ্যালয়গুলো মহাসড়কগুলো অবরোধ করবেন।

ঢাবির গ্রান্থাগারগুলো খুলে দেয়ার আহ্বান করে তিনি বলেন, ঢাবি কর্তৃপক্ষকে আমরা ভালোভাবে বলছি আপনারা শিক্ষার্থীদেরকে পড়াশোনা করার জন্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সাইন্স লাইব্রেরি খুলে দিন। নইলে আমরা নিজেরাই সেগুলো খুলে নেব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ সময় তিনি শিক্ষক, অভিভাবক ও আন্দোলনে এখনো যোগ না দেয়া শিক্ষার্থীদেরকেও আন্দোলনে যোগ দিতে অনুরোধ করেন তিনি।