আ.লীগকে নিয়ে মন্তব্য করায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুশিয়ারী
‘জনগণ এখনো গ্রহণ করতে আসেনি, বরং দল পুনর্গঠন করুন’ আওয়ামী লীগকে নিয়ে এই মন্তব্য করায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে হুশিয়ারী দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সারাদেশে চলমান আওয়ামী লীগের প্রোপাগাণ্ডা ও বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেইটে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে এই ঘোষণা দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুশিয়ারী দিয়ে মেহেদী সজীব বলেন, আপনি এই খুনি, স্বৈরাচারী আওয়ামী লীগকে নিয়ে যে মন্তব্য করেছেন এই মন্তব্যের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। নাহলে ছাত্র-জনতা যে জায়গায় আপনাকে বসিয়েছে সেই জায়গা থেকে নামতে দ্বিতীয় বার ভাববে না। কোন অবস্থাতেই ছাত্র-জনতার ম্যাগনেটের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিবেন না।
এসময় তিনি বলেন, এই বাংলার বুকে আওয়ামী স্বৈরাচারের আর কোনদিন জায়গা হতে পারেনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনও দমে যায়নি।
এসময় তিনি গণভবন থেকে প্রতিটি ওয়ার্ড ফ্যাসিবাদ মুক্ত করার ঘোষণা দেন।
আন্দোলনে অংশ নেয়া রাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ্ হোসাইন আহমদ মেহ্দী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে স্বৈরাশাসক আখ্যা দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন ব্যাবস্থাকে ধ্বংস করে দিয়েছে।