৬দিন ছুটি পাচ্ছেন রাবি শিক্ষার্থীরা

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছয়দিনের ছুটি পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। দূর্গাপূজা উপলক্ষে আগামী ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পাঁচদিন এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১৫ অক্টোবর একদিন সহ মোট ছয়দিনের এই ছুটি থাকবে।

তবে খোলা থাকবে আবাসিক হলগুলো। এর মধ্যে শুধু ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা'দ আহমেদ বার্তা২৪.কম’কে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দূর্গাপূজা এবং ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এরমধ্যে ১৪ তারিখ বাদে বাকি পাঁচদিন প্রশাসনিক (দাপ্তরিক) কার্যক্রমও বন্ধ থাকবে। ১৬ তারিখ থেকে পুনরায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন