বেরোবিতে পিস্তল হাতে দুই নারীসহ আটক তিন

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবু সাঈদ চত্ত্বরে (পার্কের মোড়) পিস্তল হাতে দুই নারীসহ তিন জনকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আবু সাঈদ চত্বরে (পার্কের মোড়) হলুদ রঙের একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি আর পিস্তল গুলো আসল কিনা সেগুলো তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।