এটা কোনো নির্বাচন নয়, ত্রাসের রাজত্ব: মওদুদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশবাসী ভোট দিতে না পারলে এ সরকার কলঙ্কিত হবে, গণতন্ত্রকে হত্যা করা হবে। এটা কোনো নির্বাচন নয়, এটা ত্রাসের রাজত্ব ও সরকারি দলের দুর্বৃত্তায়ন চলছে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে এবং বিকালে সভা করতে না পারায় বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি আরো বলেন, যেখানে প্রার্থীর নিরাপত্তা নাই, সেখানে ভোটারের নিরাপত্তা থাকতে পারে না। তিনি সেনাবাহিনী মোতায়েন করে কোনো লাভ হয়নি বলেও জানান।

তবে যতই নির্যাতন করা হোক শেষ মিনিট পর্যন্ত নির্বাচনে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছায় ভোট দিতে পারলে ধানের শীষ বিপুল ভোটে জয় লাভ করবে বলেও আশা রাখেন তিনি।

বিজ্ঞাপন