বগুড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত ইউপি চেয়ারম্যান, ছবি: সংগৃহীত

আটককৃত ইউপি চেয়ারম্যান, ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি ইউনিয়নের কুতুবপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলী ইমরান রনিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রনিকে সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, রনি চেয়ারম্যানের নামে সারিয়াকান্দি থানায় মামলা আছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজি রফিকুল ইসলাম বলেন' 'পুলিশের মিথ্যা মামলা এবং হয়রানিতে হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে। যারা শহরে আত্মগোপন করে আছে তাদেরকে গ্রেফতার করার জন্য পু্লিশ শহরে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালাচ্ছে।'

বিজ্ঞাপন

মঙ্গলবার গভীর রাতে ডিবি পুলিশ কাজী রফিকুল ইসলামের বাড়িতেও ডিবি পুলিশ তল্লাশি করেছে বলে অভিযোগ করেন তিনি।