লক্ষ্মীপুরে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী
দরজায় কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি আসনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে।
দিনব্যাপী সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের পৃথকভাবে বিভিন্নস্থানে টহল দিতে দেখা গেছে। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় ৪টি আসনেই বর্তমানে শান্ত পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, জেলার ৪টি আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে ৪৪৬টি কেন্দ্রে মোট ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন। নিজ নিজ কার্যালয় থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৪৪৬ টি কেন্দ্রের মধ্যে ৩৪৬টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।