ব্রাহ্মণবাড়িয়া-২: দুই স্বতন্ত্রের সংঘর্ষে আহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাঁ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার ও মইন উদ্দিন মইন, ছবি: সংগৃহীত

বাঁ থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার ও মইন উদ্দিন মইন, ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) দুই স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দুই স্বতন্ত্র প্রার্থী মইন উদ্দিন মইন ও জিয়াউল হক মৃধার কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। এ সময় মইন উদ্দিন মইনসহ তার স্ত্রী কামরুন নাহার ও এক সমর্থক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিভিন্ন সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার কর্মী সমর্থকরা শনিবার (২৯ ডিসেম্বর) রাতে কেন্দ্রের প্রবেশ করে প্রিজাইডিং অফিসার আখতার হোসেনের গলায় চুরি ধরে সিংহ প্রতীকে সিল মেরেছে।

মইন উদ্দিন মইনের অভিযোগ, অন্যায়ভাবে সিল মারার বিষয়টি প্রিজাইডিং অফিসার স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

এতে সকাল ১১টার দিকে জিয়াউল হক মৃধা নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসলে এ সময় স্বতন্ত্র প্রার্থী মইন উদ্দিন মইনের সমর্থকদের সাথে সংঘর্ষ বাঁধে। এতে তিনজনের আহতের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, জিয়াউল হক মৃধা এ আসনে জাতীয় পার্টির ১০ জাতীয় সংসদের সদস্য। অপরদিকে, মইন উদ্দিন মইন জেলা আওয়ামী লীগের নেতা। এবার দুইজনই নিজ দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।