বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানো হয়েছে।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে নেতৃবৃন্দ গোপালগঞ্জ-৩ আসনের নেতা-কর্মীদের নিয়ে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ‍টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, কোটালীপাড়া ‍উপেজলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান বিমল বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেনসহ গোপালগঞ্জ-৩ আসনের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে। আপনাদের ভোটে শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন। এটা আপনাদের ও আমাদের জন্য গর্বের। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনের পর তার সাথে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কথা হয়েছে, তিনি তার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাছাড়া সারা দেশে নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়েছেন বলে জানান।