নৌকার মিছিলে বোমা হামলায় আহত রিংকু মারা গেছেন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে নৌকার নির্বাচনী মিছিলে দূর্বৃত্তদের বোমা হামলায় আহত হয় রিংকু (৩২)। দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেছেন তিনি।

সোমবার (৩১ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিংকু মারা যান। তিনি উপজেলার কাটাপোল গ্রামের ইনতাজ আলীর ছেলে ও যুবলীগের কর্মী বলে জানা গেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান রিংকুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন

বিজ্ঞাপন

গত ২০ ডিসেম্বর সন্ধ্যার সময় চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাজী আলী আজগার টগরের পক্ষে নির্বাচনী মিছিল বের করলে অজ্ঞাত দুর্বৃত্তদল এ বোমা হামলা চালায়।

তবে আওয়ামী লীগের পক্ষ হতে এ বোমা হামলার পিছনে বিএনপি-জামায়াত চক্র জড়িত বলে অভিযোগ করে আসছে। এ ঘটনায় ১৫৬ জনকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ এখন পর্যন্ত ঐ মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন