হবিগঞ্জে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শহরতলীর তেতৈয়া এলাকায় ব্যালট বক্স ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে ৯৩ জনের নাম উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ বিরুদ্ধে মামলা করা হয়।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন বাদী হয়ে মামলাটি করেন।

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনের দিন রোববার (৩০ ডিসেম্বর) ওই এলাকায় বিএনপি নেতাকর্মীরা ব্যালট বক্স ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়। পরে এ ঘটনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এএসআই রিপনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

বিজ্ঞাপন