ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ কেজি গাঁজাসহ আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি কাভার্ডভ্যানে ১১টি বস্তায় পাঁচ মণ তথা ২০০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার টি.আলী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কসবা উপজেলার মরাপুকুরপাড় এলাকার শফিক মিয়ার ছেলে শরীফ মিয়া (২০), একই এলাকার বজলু মিয়ার ছেলে শফিক মিয়া (৩৪), নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে আবদুল আউয়াল (৩৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার আশরাফ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩৫)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার কুটি এলাকার মধ্যবর্তী একটি কাঠ বাগানে কাভার্ডভ্যানে গাঁজাগুলো বোঝাই করা হয়। পরে ঢাকার উদ্দেশে নেয়ার সময় টি.আলী মোড় এলাকায় কার্ভার্ডভ্যানটি আটক করে পুলিশ।
এ সময় তল্লাশি চালিয়ে ১১টি বস্তায় ভরা ৫ মণ গাঁজাসহ চার জনেক আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।