রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আমিন উল্যার দাফন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুক্তিযোদ্ধা আমিন উল্যা মিয়া, ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা আমিন উল্যা মিয়া, ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আমিন উল্যা মিয়ার মরদেহ দাফন করা হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জানাজা শেষে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, আমিন উল্যা চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তিনি মুক্তিযুদ্ধের সময় ২ নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন। দীর্ঘদিন তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

শুক্রবার (৪ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও চার ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

তাঁর মৃত্যুতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমতিয়াজ হোসেন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উল্যা ও আবু তাহের শোক প্রকাশ করেছেন।