পাথর কোয়ারিতে টাস্কফোর্স সদস্যদের উপর হামলা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাথরখেকোদের হামলার শিকার হয়েছে টাস্কফোর্স।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সোমবার (৭ জানুয়ারি) বিকালে এই হামলার ঘটনা ঘটে। এতে টাস্কফোর্সের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দ্বিজেন ব্যানার্জি জানান, 'অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সোমবার বেলা ১টা থেকে টাস্কফোর্সের অভিযান শুরু হয়। অভিযানে তিনি নিজেও উপস্থিত ছিলেন। অভিযানের শেষপর্যায়ে পাথরখেকোদের সংঘবদ্ধ একটি চক্র টাস্কফোর্সের ওপর হামলা চালায়। এতে টাস্কফোর্সের ১৫ জন আহত হয়েছেন। তন্মধ্যে বিজিবি সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আমাদের কর্মচারীরা রয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যারা অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত, তারাই হামলা করেছে। আমরা হামলাকারীদের বিস্তারিত পরিচয় সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।' কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ‘তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলাটি অতর্কিত ছিল। তবুও পুলিশ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে’।

বিজ্ঞাপন