শীতার্ত অনাথ শিশুরা পেল শীতের রঙিন কম্বল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

 

চুয়াডাঙ্গায় কনকনে এই শীতের ভেতর অবশেষে রঙ্গিন কম্বল হাতে পেল সরকারী শিশু সদনের অনাথ শিশুরা।

বিজ্ঞাপন

সোমবার (৭ জানুয়ারি) রাতে শিশু সদনের ৮০ জন অনাথ শিশুর হাতে এই কম্বল তুলে দেয় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। রঙ্গিন কম্বল হাতে পেয়ে অনাথ শিশুদের মুখে যেন ফুটে ওঠে রঙ্গিন হাসি।

এ সময় জেলা প্রশাসকের সহধর্মিনি লিপি দাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের কার্যালয় হতে জানা যায় প্রতিবছরই শীতের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গায় অপ্রতুল কম্বল বিতরণ করা হয়। সাধারণত যারা নিন্ম আয়ের মানুষ এবং অসহায় তাদেরকেই এই কম্বল দেওয়া হয়।

তারই ধারাবাহিকতায় এবছর শিশু সদনের অনাথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনাথ এসব শিশুদের মুখে একটু হাসি ফোটানো আর আনন্দ দেবার জন্যই এই আয়োজন।

জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বার্তা ২৪কে বলেন, অনাথ শিশুদের জন্য জেলা প্রশাসনের আয়োজন নতুন কিছু নয় তবে এসব শিশুদের জন্য জেলার বৃত্তবান যদি একটু এগিয়ে আসে তাহলে এসব শিশু আগামী দিনে সমাজে প্রতিভার আলো ছড়াবে।