সামান্য সহযোগিতায় বাঁচতে পারে শাকিলের জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মৌলভীবাজার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

শাকিল আহমেদের তারুণ্যকে দমিয়ে বিছানায় বন্দী করে রেখেছে জিবিএস ভাইরাস। দীর্ঘ দেড় মাস থেকে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে মরণব্যাধী ভাইরাসে আক্রন্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন। শাকিল বালাগঞ্জ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র। মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন।

শাকিল আহমেদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়ের মৃত হারুন মিয়ার ছেলে। গত রমজান মাসে তিনি তার বাবাকে হারান। এখন তার পরিবার নিস্ব। তার চিকিৎসার জন্য ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। এই ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। শাকিল তার পরিবারের বড় ছেলে। তাই তাদের আয়ের কোনো উৎস নেই।

বিজ্ঞাপন

শাকিলের চিকিৎসকরা জানিয়েছেন, জিবিএস ভাইরাসে আক্রান্ত শাকিলের চিকিৎসার জন্য ৬ মাস সময় লাগবে।

তার চাচা ফজলুর রহমান বলেন, ‘চিকিৎসার খরচ বহন করা শাকিলের পরিবারের পক্ষে অসম্ভ। পিতা হারা শাকিলকে বাঁচাতে সমাজের সম্পদশালীদের হাতটি বাড়িয়ে দিন এবং অন্যদের কে সাহায্য করার জন্য অনুরুধ করুন।’

বিজ্ঞাপন

সকলের কাছে আর্থিক সহায়তা চেয়েছে পরিবারটি। তাকে সাহায্য করতে প্রাইম ব্যাংক হিসাব নাম: মুহিবুর রহমান আলমগীর, হিসাব নম্বর হচ্ছে ১১৬২১০৬০০২৫৯৯৮, কোর্ট রোড (চৌমুহনা) শাখা, মৌলভীবাজার। বিকাশ নম্বার: ০১৭২২৯১৯১৪৭। যোগাযোগঃ ০১৭৬২৪৩৬০৪৮।