সোহরাওয়ার্দী উদ্যানে 'গগনের' ঘুড়ি উৎসব

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শহরের বাচ্চাদের নিয়ে ঘুড়ি উৎসব ও ঘুড়ি কনসার্টের আয়োজন করেছে গগন নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঘুড়ি উৎসব ২০১৯’ নামে অনুষ্ঠানটি শুরু হয়।

বিজ্ঞাপন

গগন কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘুড়ি উৎসব চলবে বিকেল ৪টা পর্যন্ত। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে শহরের বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়জনে বাচ্চাদের হাতে কলমে ঘুড়ি ওড়ানো শেখানো হবে।

বিজ্ঞাপন

ঘুড়ি উৎসব শেষে ঘুড়ি কনসার্টের আরোজন করেছে আয়োজকরা। স্বোপার্জিত স্বাধীনতা, টি এস সি, বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত চলবে কনসার্ট। এই কনসার্টে সঙ্গীত পরিবেশনা করবেন শহরতলি, বিস্কুট, ও, মানুষ।

বিজ্ঞপ্তিতে নতুন প্রজন্মের সবাইকে এই আয়োজনে স্বাগতম জানানো হয়েছে।