বিএনপিকে রাজনৈতিক দল মনে করি না: শিল্পমন্ত্রী
বিএনপিকে একটি আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্ম উল্লেখ করে এটিকে কোনো রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
তিনি বলেন, ‘বিএনপি একেক সময় একেকভাবে আবির্ভূত হয় শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধীতার জন্য। তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে।’
শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছেন। জাতি তাই উন্নয়নের পক্ষে। আমরা আমাদের মহাপরিকল্পনাগুলো অচিরেই শেষ করব।’
‘যেহেতু নরসিংদী জেলা একটি শিল্প সমৃদ্ধ জেলা, এখানে কর্মসংস্থান করার সুযোগ আছে সেদিকে কাজ করব। জাতির যে প্রত্যাশা আমাদের কাছে সেগুলো আমাদেরকেই পূরণ করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা বিশেষভাবে মাদকের ব্যাপারে কনসার্নড (সতর্ক)। সারাদেশে মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসব। এই জন্য আপনাদেরকে সাথে নিয়ে এই কাজের সমাপ্ত করবো।’
শিল্পমন্ত্রী হওয়ার পর নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের এটাই প্রথম নরসিংদী সফর। তার এই সফরকে ঘিরে নরসিংদী সার্কিট হাউজে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে ভীড় জমান।