ভারতীয় ভিসা মিলবে ব্রাহ্মণবাড়িয়ায়
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ কমাতে ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা কেন্দ্র খুলেছে ভারতীয় হাইকমিশন।
রোববার (১৩ জানুয়ারি) সকাল থেকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই জেলা শহরের খৈয়াশার এলাকার একটি ভাড়া বাসায় নতুন এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেওয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণের কাজ। আবেদন জমা দেওয়ার ৭কর্মদিবসের পর পাসপোর্ট বিতরণ করা হবে।
প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শত শত যাত্রী প্রবেশ করে ভারতে। ফলে ভিসা প্রাপ্তির জন্য বিভাগীয় শহরে যেত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বহুল কাঙ্ক্ষিত এ ভিসা আবেদন কেন্দ্রটি চালু হওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরছে ভিসা প্রত্যাশীদের মনে।
তবে এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে দায়িত্বশীল কেউ সাংবাদিকদের সাথে কথা বলেনি।