বগুড়ায় ১৪ মাদকসেবীর সাজা
বগুড়া শহরে র্যাবের হাতে গ্রেফতার হওয়া ১৪ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দীকী মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের সাজা প্রদান করেন।
সোমবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার এস এম জামিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানকালে মাদকদ্রব্য সেবনকারী রাসেল (২২), জনি (২৯), জাকারিয়া রকি (৩০), বিপ্লব রায় (১৯), রাজু (৪০), শিফাত হোসেন (১৯), অমিত হাসান (২৮), শামিম হোসেন (২৬) ও মেহেদী হাসানকে (২৫) আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী তাদের সর্বমোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। পরে আটককৃতদের অভিভাবকরা অর্থদণ্ডের টাকা জমা প্রদান করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জামিনে মুক্তি দেন।
একই অভিযানে মাদক সেবনকারী আমিনুল ইসলাম (৩৫), মানিক শেখ (৪০), বাঁধন চন্দ্র দাস (২০), মজিদ (৫৫) ও লতিফকে (৪৫) ভ্রাম্যমাণ আদালত ২ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।