কমলনগরে আগুনে পুড়িয়ে কারেন্ট জাল ধ্বংস
লক্ষ্মীপুরের কমলনগরে ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চরজগবন্ধুর এ.টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুস ও সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাটকা ইলিশ রক্ষায় সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় প্রশাসন। ওই সময় জেলেদের কাছ থেকে ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে প্রকাশ্যে আগুন লাগিয়ে ওই জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কমলনগরের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, জাটকা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে জব্দ হওয়া জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।