নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ছবি: বার্তা২৪

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ছবি: বার্তা২৪

হবিগঞ্জের নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পৌষ সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে এ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঘোড়দৌড় দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন। প্রতিযোগিতায় ১ম ও ৩য় স্থান অর্জন করে নবীগঞ্জ উপজেলার জামারগাও গ্রামের সেলিম মিয়ার দুটি ঘোড়া। ২য় স্থান অর্জন করে আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী শাহ্ নেওয়াজ মিলাদ।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা প্রকল্প পরিচালক আলী হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন প্রমুখ।