এখনো সংসদে যাওয়ার সময় আছে বিএনপির
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, `বিএনপির এখনো সংসদে যাওয়ার সময় আছে। তবে তাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে তারা সংসদে যেতে পারে। আর যদি না যায় তাহলে তাদের কী পরিণতি হয় তা জনগণ দেখবে।’
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন মন্ত্রী আনিসুল হক। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিকেলে কসবায় তাকে গণসংবর্ধনা দেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পালা।’
সংসদ নির্বাচন নিয়ে টিআইবির দেয়া রিপোর্ট নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত ওই রিপোর্ট হাতে পাব, ততক্ষণ কিছু বলা যাবে না।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার। বিকেলে মন্ত্রী কসবার এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।