পাহাড় কাটার দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা
মৌলভীবাজারের কুলাউড়ায় ঝটিকা এক অভিযান চালিয়ে অবৈধভাবে টিলা ও পাহাড় কাটার অপরাধে তিনজনকে জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় অর্ধ লক্ষ টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকায় ঝটিকা এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাদীউর রহিম জাদিদ।
জানা যায়, অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ এলাকা অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মাটি বহনকারী একটি ট্রাক জব্দসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন একই এলাকার আব্দুল বাছিত, লাল সিয়া ও শফিকুর রহমান।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিতরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি লাভ করে।
এদিকে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ।