শতবর্ষে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পালিত, ছবি: বার্তা২৪

পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পালিত, ছবি: বার্তা২৪

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উৎসব পালিত হচ্ছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও নীল আকাশে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সাংসদ এড. শাহজাহান মিয়া।

বিজ্ঞাপন

দু’দিনব্যাপী এ উৎসবে রয়েছে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/18/1547802718360.gif

বিজ্ঞাপন

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রধান শিক্ষিকা এবং সাবেক মাহিলা এমপি নার্গিস আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

শতবর্ষের এ উৎসবে দেশের প্রাক্তন ছাত্রীদের পাশাপাশি প্রবাসী একাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় নাচে-গানে বিদ্যালয় প্রাঙ্গণ মাতিয়ে তোলে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/18/1547802731539.gif

এছাড়া বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে আড্ডা ও বিভিন্ন খেলার পরে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এ অনুষ্ঠান ফলে জেলা শহরে আজ উৎসব আমেজ বিরাজ করছে।