রায়পুরে নৌকাসহ ১২ মণ জাটকা জব্দ
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদিতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ১২ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (২০ জানুয়ারি) সকালে উপজেলার চরবংশী মেঘনা নদীর কান্দার খাল এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
পরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুর উপজেলার মেঘনা নদী এলাকার দায়িত্বে থাকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মইনুল ইসলাম বলেন, জাটকা ধরার খবর পেয়ে অভিযান চালাই। বিষয়টি টের পেয়ে জেলে ও অসাধু জাটকা ব্যবসায়ীরা নৌকা রেখে পালিয়ে যায়। ওই নৌকায় তল্লাশি চালিয়ে ১২মণ জাটকাসহ নৌকাটি জব্দ করে মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রায়পুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জব্দ হওয়া জাটকাগুলো এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হবে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।