কসবায় দুই দেশের শূন্যরেখায় ৩১ রোহিঙ্গা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া , বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে পুশব্যাকের চেষ্টা করছে বিএসএফ। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড (বিজিবি)।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/20/1547976824758.jpg

বিজ্ঞাপন

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত থেকে কসবা কাজিয়াতলী সীমান্তের ২০২৯/৩/এস পিলারের সামনে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। বর্তমানে রোহিঙ্গারা দুই দেশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে বিজিবি ও গ্রামবাসী। কোনও ক্রমেই রোহিঙ্গারা যেনও বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্যে বিজিবি’র পক্ষ থেকে সীমান্তে সর্তকতা এবং নজরদারি বাড়ানো হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/20/1547976791438.jpg

বিজ্ঞাপন

এদিকে, একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই ঘটনায় শনিবার (১৯ জানুয়ারি) রাতে ২৫ বিজিবি ও বিএসএফ এর একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বিএসএফ সদস্যরা জানান সীমান্ত এলাকায় থাকা রোহিঙ্গারা বাংলাদেশের তাই তারা নেবে না। তবে এলাকার অনেকেই জানিয়েছেন বিজিবি সদস্যরা তাদের কাঁটাতারের মধ্যদিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে নাটক সাজিয়েছেন। তবে রোববার দুপুরে আবারও দুই দেশের বিজিবি ও বিএসএফ এর মধ্যে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/20/1547976806251.jpg

২৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিক জানান, আমরা মনে করি সীমান্তে শূন্যরেখায় অবস্থানকারীরা ভারতীয় নাগরিক। পতাকা বৈঠকের পর তাদের সম্পর্কে জানা যাবে।