কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ১৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লা বোঝাই ট্রাক উল্টে ইটভাটার ১৩ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ২ জন।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নারায়ণপুর স্থানীয় সূত্রে জানা যায়, একটি কয়লাবাহী ট্রাক উল্টে পড়লে ঘটনাস্থলেই ১২ শ্রমিক নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার সময় আরেক শ্রমিক মারা যান। দুই শ্রমিককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর বিষয়টি নিশ্চিত করেছেন।