চুলার উপরে লাকড়ি, আগুন লেগে ৯০ লাখ টাকার ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চুলার উপড়ে লাকড়ি, আগুন লেগে ৯০ লাখ টাকার ক্ষতি। ছবি: বার্তা২৪.কম

চুলার উপড়ে লাকড়ি, আগুন লেগে ৯০ লাখ টাকার ক্ষতি। ছবি: বার্তা২৪.কম

বগুড়ার মহাস্থানে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে মহাস্থান হাট সংলগ্ন স্থানীয় মিষ্টি পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের বগুড়া এবং শিবগঞ্জ থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮টি মিষ্টির দোকান, ১টি কাপড়ের দোকান, ১টি হোটেল ও অন্যান্য আরও ১০টি দোকান পুড়ে গেছে।

বিজ্ঞাপন

দোকানিদের দাবি, আগুনে পুড়ে কমপক্ষে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোজাহার আলী বার্তা২৪.কমকে জানান, মার্কেটের একটি মিষ্টির দোকানে শুকানোর জন্য রাতে চুলার উপরে লাকড়ি রেখে বন্ধ করে যাওয়ার কারণে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সারোয়ার হোসেন বার্তা২৪.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন