ময়মনসিংহে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরবাড়ি এলাকায় বাস ও দুইটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের চালক ও হেল্পার নিহত হয়েছেন।

নিহতরা হলেন, আলামিন (২৪) ও হাফিজুর রহমান (২২)।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ওই স্থানে ইউটার্ন নিতে গেলে ভালুকাগামী গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ময়মনসিংহগামী আরেকটি মিনি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।

এ ঘটনায় বাস ও ট্রাকের মোট ১৫ জন আহত হয়। পরে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক হেল্পার হাফিজুর রহমানের মৃত্যু হয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চালক আলামিন মারা যান।

আহত অন্যান্যদের মমেক হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।