ভুল সেটে পরীক্ষা, ছাত্র বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

কেন্দ্র পরিদর্শন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ছবি:বার্তা২৪

কেন্দ্র পরিদর্শন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ছবি:বার্তা২৪

পটুয়াখালীর সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সদর উপজেলার বোতলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ রাকিব হোসেন নামে এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে কেন্দ্র সচিব মোঃ রুহুল আমীন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নুরুল হাফিজ জানান, কেন্দ্র পরিদর্শন করতে গেলে রাকিবের বহুনির্বাচনী উত্তরপত্রে সেটকোড মিল না থাকা ও নিজের কোড ছাড়া অন্য কোড ভরাট করে সে পরীক্ষা দিচ্ছিল। সে নিজের দোষ নিজে শিকার করে এবং কক্ষ পরিদর্শকের উপস্থিতিতে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

এবার পটুয়াখালী জেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৯ হাজার ৪শ ৪২ জন। এর মধ্যে এসএস‌সি ২০ হাজার ১শ ৭১, দাখিল ৭ হাজার ১শ ৯৭ ও ভো‌কেশনাল পরীক্ষার্থী ২ হাজার ৭৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৫৮ টি। এর ম‌ধ্যে এসএস‌সির ৩০, দাখিল ১৭ ও‌ ভো‌কেশনাল কেন্দ্র ১১টি ।

 

বিজ্ঞাপন