৪০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
পটুয়াখালী সদর উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ ফেব্রুয়ারি) জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে উদ্ধার হওয়ায় জাল কোস্টগার্ডের সিজি বেইস অগ্রযাত্রার জেটি এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ এসব জালের ব্যবহার বন্ধে বিশেষ এ অভিজান পরিচালিত হচ্ছে। উদ্ধার হওয়া কারেন্ট জালের আনুমানিক মূল্য আট লাখ টাকা বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কমচারীরা উপস্থিত ছিলেন।