বগুড়ায় বাসের ধাক্কায় হেলপার নিহত, আহত ২০
বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার শেরুয়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জয়পুরহাট থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসি পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে একটি চাকা পাংচার হয়ে যায়। মহাসড়কের একপাশে দাঁড় করিয়ে বাসটির চাকা মেরামত করা হচ্ছিল। দুপুর ১২টার দিকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস বিকল বিআরটিসি বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসেরই কমপক্ষে ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে এসআই পরিবহনের হেলপার হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বার্তা২৪.কমকে বলেন, বাস দুইটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।