পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মনোনয়ন বাছাই। ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মনোনয়ন বাছাই। ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের হলরুমে এ বাছাই অনুষ্ঠিত হয়।

বাছাই অনুষ্ঠানে মেয়র পদে সাতজন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিজ্ঞাপন

পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ পিনুর মনোনয়নপত্র ও হলফনামার স্বাক্ষরে মিল না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের যে স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে তাতে ভুল তথ্য দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।