ইয়াবাসহ টেকনাফের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশের হাতে আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

পুলিশের হাতে আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের হাতে ধরা পড়েছে টেকনাফের দুই মাদক ব্যবসায়ী। এসময় একজনের পাকস্থলী থেকে ও অন্যজনের শরীর তল্লাশি চালিয়ে ১৬শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এরআগে, সকালে রায়পুর পৌরসভার বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোবারক হোসেন (২০) কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং জুবায়ের (২৫) একই গ্রামের নুরুল বসরের ছেলে।

বিজ্ঞাপন

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়পুর বাস টার্মিনাল থেকে মাদক ব্যবসায়ী মোবারক ও জুবায়েরকে গ্রেফতার করা হয়। এসময় মোবারকের পাকস্থলী থেকে পায়ুপথের মাধ্যমে ১৫শ' ও জুবায়েরের শরীর তল্লাশি করে একশ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, মাদকদ্রব্য বহনের দায়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।