ফোন ব্যস্ত চালক- খাদে নামিয়ে দিলো বাস, নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ, বার্তা২৪,কম
  • |
  • Font increase
  • Font Decrease

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত দুই

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত দুই

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খেলনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়লে বেসিক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৮ যাত্রী। ওই বাসের অন্য যাত্রীরা জানান, দুর্ঘটনার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন।

দুর্ঘটনার বিষয়টি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বার্তা২৪.কমকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়।

খবরে পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয় জনগণের সহায়তায় আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেসিক ব্যাংক কর্মকর্তাসহ দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, বেসিক ব্যাংক,কোটালীপাড়া শাখার ক্যাশ অফিসার নুরুল ইসলাম (৪০)। নুরুল গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মাজেদ মোল্লার ছেলে। অপর নিহত মোমেনা বেগম (২৫), তিনি পূর্ব কোটালীপাড়া এলাকার শহিদ মোল্লার স্ত্রী। আহত ৮ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটির এক যাত্রী জানান, বাসচালক বাস চালানোর সময়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ করে বাসটি তিনি রাস্তার খাদে ফেলে দেন।