রাজবাড়ীতে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজবাড়ীতে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দুটি উপজেলা গোয়ালন্দ ও কালুখালীতে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন তিনি।

বিজ্ঞাপন

বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ কর্তৃক বাস্তবায়িত ৬টি বিদ্যুৎ কেন্দ্র, ৯টি গ্রিড উপকেন্দ্র, ১টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্প ও রাজবাড়ীর দুটি উপজেলাসহ দেশের ১২টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী রাজবাড়ী জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হবেন।

বিজ্ঞাপন