হবিগঞ্জে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে সাড়ে ৩ লাখ শিশুকে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জনের প্রেস ব্রিফিং, ছবি: বার্তা২৪

সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জনের প্রেস ব্রিফিং, ছবি: বার্তা২৪

আগামী ৯ ফেব্রুয়ারি হবিগঞ্জে ৩ লাখ ৬৫ হাজার ৫শ’ ৬১ জন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর হাসপাতাল সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান সিভিল সার্জন সুচিন্ত চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি জানান, হবিগঞ্জে ৬ থেকে ১১ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৬৫ হাজার ৫শ’ ৬১ জন শিশুদের ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৮শ’ ৯৪টি টিকাদান কেন্দ্রে ১ হাজার ৪৩ জন মাঠকর্মী কাজ করবেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন