চুয়াডাঙ্গায় গ্যাসের সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আটককৃত মাদক ব্যবসায়ীরাসহ পুলিশ সদস্যরা, ছবি: বার্তা২৪

আটককৃত মাদক ব্যবসায়ীরাসহ পুলিশ সদস্যরা, ছবি: বার্তা২৪

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা অবস্থায় ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জীবননগরের শহরতলির নতুন পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন কবু ও লাল মিয়া পাখি ভ্যানে গ্যাস সিলিন্ডারে রেখে পালিয়ে যায়।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানে জীবননগর থানার সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম ও নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার ব্যাপারে পলাতক দুই আসামির বিরুদ্ধে রাতে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। সেই সাথে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।'