চাকরির প্রতিশ্রুতি দিয়ে ৪৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতারক ও মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা, ছবি: বার্তা২৪

প্রতারক ও মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা, ছবি: বার্তা২৪

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন- শাকিল আহম্মেদ (৩০) ও জোসনা মিয়া (২৮)। তাদের বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে শহরের গলগণ্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, চাকরির প্রলোভন দেখিয়ে এ চক্রটি ১১ জন যুবকের কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরা চাকরির ভুয়া সার্কুলার এবং ভুয়া নিয়োগপত্র দেয় ভুক্তভোগীদের।

এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে গলগণ্ডা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই ২ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জেলা জজ আদালতের পোশাক, ভুয়া আইডি কার্ড, হাজিরা খাতাসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এদিকে, জেলার পাগলা থানায় অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া (২২) ও শরীফ মিয়া (২০) নামে ২ মোটরসাইকেল চোরকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে ৩টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।