ডাকাতি বন্ধে গ্রামবাসীর রাতভর পাহারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নোয়াখালী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার কয়েকটি গ্রামে গত এক সপ্তাহে অন্তত ১২‍টি বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। তাই ডাকাত প্রতিরোধে রাত জেগে পাহারায় নেমেছেন তারা।

নোয়াখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম বলেন, প্রতি রাতেই চর উরিয়ায় ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতের কবল থেকে রক্ষা পেতে প্রতিটি মহল্লায় রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

এওজবালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডেরর ইউপি সদস্য নুরুল আমিন বলেন, গত এক সপ্তাহে সোনাদিয়া ও শুল্লুকিয়া গ্রামে ছয় বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় গ্রামবাসী রাত জেগে পাহারায় নেমেছেন।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, কয়েকটি বাড়িতে চুরির খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে। চুরি-ডাকাতি নির্মূলে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন